কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

20180225_123037_resizedদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি ) সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দিনাজপুর -রংপুর মহাসড়ক এ  মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে অংশগ্রহণ করে হাবিপ্রবির কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী।  হাবিপ্রবি ছাত্রলীগ এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও এই আন্দোলনের সাথে বক্তব্য প্রদান করেন।

এই সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই। দেশ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মেধাবীরা চাকরিতে সুযোগ পাবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন হবে। কোটা পদ্ধতি ১০ ভাগে সীমাবদ্ধ করে মেধার মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনের সময় শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদগুলোতে মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একের অধিকবার ব্যবহার বন্ধ করা, কোটায় কোনও বিশেষ ধরনের নিয়োগ পরীক্ষা না নেওয়া, চাকরির পরীক্ষায় সবার জন্য অভিন্ন নম্বর কর্তন ও বয়সসীমা রাখাসহ কোটা সংস্কারের পক্ষে পাঁচ দফা দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. রুকুনুজ্জামান, মিজানুর শাহ, মহিউদ্দীন নুর, তারিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আলামিন ইসলাম, হাসানুজ্জামান বান্না, আকাশ প্রমুখ শিক্ষার্থী।