কোটা সংস্কারের দাবিতে ইবিতে মানববন্ধন

IU PIC 25 2কোটা প্রথা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে পাঁচ দফা দাবিতে এ মানবন্ধন করে তারা।

মানববন্ধনে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে শিক্ষার্থীরা। একইসময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি উত্থাপন করে।

শিক্ষার্থীদের পাঁচদফা দাবিগুলো হলো- কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশ করতে হবে কোটায়,  যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, চাকুরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার নয়, কোটা কোন ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কৌশিক রাহাত। এছাড়া সাধারণ বক্তব্য প্রদান করেন রাকিবুল ইসলাম, শাহেদুজ্জামান, মোখলেছুর রহমান ও জি কে সাদিকব। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।