বশেমুরপ্রবিতে জাতির পিতার জন্মদিন পালিত

IMG_8895 (1)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে ১৭ মার্চ, ২০১৮ তারিখ বিকাল ৫টায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মোছাঃ হালিমা খাতুন, কৃষি বিভাগের শিক্ষক ড. নাজমুল হক, প্রাণি সম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক মোঃ শফিউজ্জামান, প্রভাষক ইমরান হোসেন, ফায়েকুজ্জামান মিয়া, রবিউল ইসলাম, ড. হাসিবুর রহমান, জয়নাব বিনতে হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। তিনি স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে টুঙ্গীপাড়ায় জাতির জনকের মাজারে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগদান এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।