প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ডিজিটাইজেশন বিষয়ক সেমিনার

প্রাইমএশিয়ায় সেমিনার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের উদ্যোগে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় আইকিউএসি কনফারেন্স হলে ডিজিটাইজেশন অব দি ফিউচার অ্যান্ড দি ফিউচার অব ওয়ার্ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত এডেলফি ইউনিভার্সিটির রবার্ট বি. উইলিয়াম স্ট্যাড স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. রাজিব স্যান্যাল। সেমিনারে সভাপতিত্ব করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম হাবিবুর রহমান।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শেখ মোঃ হাসানুজাজামান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, গেটকোর কনসালটেন্ট অশোক চক্রবর্তী, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও স্কুল অব বিজনেস-এর সহযোগী অধ্যাপক ড. শিকদার মোহাম্মদ আনওয়ারুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিযারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এরশাদুল হক চৌধুরী, ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) বিভাগের বিভাগীয় প্রধান ড. এ. আর. খান, বিবিএ প্রোগ্রাম ডিরেক্টর ড. নজরুল ইসলাম, বিভিন্ন  বিভাগের বিভাগীয় শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।