বাংলাদেশের উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে নোবিপ্রবিতে আনন্দ র‍্যালি


স্বল্পোন্নত দেশের পদমর্যাদা হতে বাংলাদেশের উত্তরণের সাফল্য উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)  ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালিতে নোবিপ্রবি পরিবারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।পরে দুপুর ১২ টায় হাজী মো. ইদ্রিছ অডিটোরিয়ামে শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত 'বাংলাদেশের অভ্যুদয় ও বির্নিমাণে বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম.গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ-আল মামুন। প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় উপচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
PIC 1
৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা দাবি, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অকৃত্রিম অবদানের কথা তুলেধরে বলেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।' বক্তব্যের মাঝে তিনি সকল শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের শপথ পাঠ করান, যেন সকলে বঙ্গবন্ধুর আদর্শে দেশের উন্নয়নে কাজ করে।
 
আলোচনা সভায় অনুষদ সমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ এবং ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
শেষে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মাননীয় উপাচার্য মহোদয়ের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।