কবি নজরুল বিশ্ববিদ্যালয়েবর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

জাককানইবির মঙ্গল শোভাযাত্রাবর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককাননইবি) বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষেবিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রায় অংশ্রহণ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নাচে গানে বিভিন্ন আয়োজনে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।ঢাক-ঢোল আর বিভিন্ন বাদ্যযন্ত্রেরসংমিশ্রণ আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এগিয়ে চলে শোভাযাত্রা।

এবারের পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ধরা হয়েছে লালনের অমর বাণী ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। এই বার্তা নিয়েই কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের নানা আয়োজনে ব্যস্ত সময় পার করে।