ইঞ্জিনিয়ারিং ইনভেনশন ইনোভেশনে ড্যাফোডিলের ৪ শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

 

UNIMAP_PICমালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ইনভেনশন ইনোভেশন এক্সিবিশন-২০১৮ তে অংশ নিয়ে ৩টি স্বর্ণপদক ও ২টি বিশেষ পুস্কার অর্জন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চার শিক্ষার্থী। একইসঙ্গে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে কনট্রিবিউশন অ্যাওয়ার্ড পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গত ১৩-১৪ এপ্রিল মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিজয়ী চার শিক্ষার্থী হলেন আইটিই বিভাগের সাইফ আহমেদ কোরেশী, ইইই বিভাগের এফ এম তানভীর হাসান রাইয়ান ও রফিকুল আজম এবং সফটওয়্যার বিভাগের সৈকত বিশ্বাস। তাদের সঙ্গে প্রদর্শক হিসেবে ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান ও প্রভাষক খন্দকার এম কায়দুজ্জামান।