শাবিতে বিশ্ব ‘ডিএনএ’ দিবস পালিত

3ec11027e9c2009b450f23aa2959c14b.0শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) ডিবেটিং অ্যান্ড ক্রিয়েটিং ক্লাব ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-‘এ’ এর সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএমবি বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. বদিয়ার রহমান, শাবির বিএমবি বিভাগের প্রধান ড. শামীম আহমেদ, সহকারী অধ্যাপক ড. শেখ মির্জা নুরুন্নবী, প্রভাষক নয়ন চন্দ্র মোহান্ত ও মো. আবুল হাসনাত প্রমুখ।

সমাবেশে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান  ড. শামীম আহমেদ বলেন, আমাদের জাতীয় দিবসের পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক দিবসও পালন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পরবর্তীকালে দিবসগুলো আরও নিয়মিতভাবে সকলকে পালন করার আহ্বান জানান।