রাবিতে জয়পুরহাট জেলা সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জয়পুরহাট জেলা সমিতির ক্যারিয়ার প্ল্যানিং ওয়ার্কশপ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

36879474_1767978646618400_3132885828741627904_n
অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী বিবেক মোর ও ভাষা বিভাগের মেহজাবিন মানতাসা বর্ণের সঞ্চালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার একরামুল হক, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান এহসান, রাজশাহী কলেজের  সমাজকর্ম বিভাগের প্রভাষক রোস্তম আলীসহ আরও অনেকে।
শুভেচ্ছা বক্তব্যে সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম সাগর বলেন, ‘নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করার জন্য সবাইকে আরও মনোযোগী হতে হবে। শুধুমাত্র বইয়ের ভাষার মধ্যে জ্ঞান অর্জন করলেই হবে না। শিক্ষার মধ্য দিয়ে মানবতাবোধ ও মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে।’