জাতীয় শোক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

boshemurprobiবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  বিনামূল্যে রক্তের গ্রুপ  নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাঁধন ইউনিটের সার্বিক তত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের নীচতলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ঈশিতা রায়, জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম মেডিকেল অফিসার ডা. রোমানা আফরোজ এবং বশেমুরবিপ্রবি বাঁধন ইউনিটের সভাপতি মেহেজাবিন নূর জ্যোতি, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ১৫০০ শিক্ষার্থীর বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে।