কুবিতে প্রথম ‘সায়েন্স ফেস্ট’

CUBকুমিল্লা বিশ্ববদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল সায়েন্স-ফেস্ট। যেখানে কুমিল্লার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

দিনব্যাপী আয়োজনে তিনটি বিভাগে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যেগুলোর মাঝে ছিল প্রজেক্ট উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড, রুবিক্স কিউব, বিজ্ঞান কুইজ ও  আইডিয়া উপস্থাপন প্রতযোগিতা।

প্রথমবারের মত অনুষ্ঠিত এই সায়েন্স ফেস্ট-২০১৮ এর  বক্তা, বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো.খায়রুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা দেখি তাদের অনেক বড় বড় প্রযুক্তি। কেন তারা এত বড় বড় প্রযুক্তি তৈরি করতে পারে? কারণ, তাদের মধ্যে আছে কৌতূহল।  তাই তোমাদেরকেও কৌতূহল বাড়াতে হবে।’

অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই ফেস্টের সমাপ্তি ঘোষণা করা হয়।