নোবিপ্রবি তৃতীয় অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের সর্ববৃহৎ ৪০ হাজার ৩৩৫ বর্গমিটার আয়তনের সুবিশাল অ্যাকাডেমিক কাম কেন্দ্রীয় গবেষণাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

DSC_0033

আজ মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে উৎসবমুখর পরিবেশে উপাচার্য এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক এ এইচএম নিজাম উদ্দিন চৌধুরী।

DSC_0055
এছাড়াও উপস্থিত ছিলেন ওই দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।