আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ইউল্যাব শিক্ষার্থী সিয়ামের রৌপ্য পদক

20180922_185331 (1)ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ছাত্র জাতীয় দাবারু ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ‘মনাশ ইউনিভার্সিটি আন্তর্জাতিক রেপিড দাবা প্রতিযোগিতায়’ বাংলাদেশ, মালয়েশিয়া ও সিংগাপুরের সঙ্গে খেলে রৌপ্য পদক পাওয়ার গৌরব অর্জন করেছে।


টুর্নামেন্টের র‍্যাংকিং অনুসারে দ্বিতীয় স্থানে রয়েছেন সিয়াম। মনাশ চেস সোসাইটি এর কার্যনির্বাহী সদস্য কিস্টেল এর কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
এই টুর্নামেন্টে বাংলাদেশ, মালয়েশিয়া ও সিংগাপুর এর সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিভাগ থেকে ৫০ জন খেলোয়ার অংশগ্রহণ করে। ইউল্যাব দাবা ক্লাবের একমাত্র সদস্য হিসেবে সিয়াম এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সেলাঙ্গর, মালয়েশিয়ায় মনাশ ইউনিভার্সিটির স্পোর্টস সেন্টারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।