জাককানইবি’র বিভিন্ন খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন এপি ইউনিটের পরীক্ষার সময় (সোমবার) বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী, অস্থায়ী খাবার হোটেলগুলোতে খাবারের মান ও মূল্য তালিকা না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে মোট ১৫ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদ উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

Wahid JKKNIU Brammoman Adalat 12.11.18 Pic

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আশপাশের খাবার হোটেলগুলোতে মানহীন খাবার ও অতিরিক্ত মূল্য নির্ধারণের অভিযোগে অভিযান চালিয়ে সাওদা, ভোজনবিলাস ও অস্থায়ী দোকানসহ মোট ৩টি হোটেলকে ১০ হাজার, ৫ হাজার ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।