রাবিতে দুই দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু

‘মর্যাদায় গড়ি সমতা’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে। এ উৎসবে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করেন।

বিতর্ক উৎসব উপলক্ষে র‍্যালি
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের জন্য’ ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের গ্রুপ অব লিবারেল ডিবেটারস (গোল্ড বাংলাদেশ) এ উৎসবের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আনন্দ কুমার সাহা বলেন, ‘বিতর্কের মাধ্যমে একটি যুক্তিবাদী সমাজ বিনির্মাণ করা সম্ভব। বিতর্কের মাধ্যমে তোমরা নিজেদেরকে মানবিক গুণে গড়ে তুলতে প্রত্যয়ী হবে।’
উদ্বোধনের অনুষ্ঠানের পর অতিথি,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিতার্কিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
গোল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ভূতত্ত্বও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। স্বাগত বক্তব্য দেন গোল্ড বাংলাদেশের মডারেটর প্যানেলের সদস্য সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আ. কাউয়ুম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহরাব হোসেন।