প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সেলসম্যানশিপ শীর্ষক সেমিনার

সেলসম্যানশীপ শীর্ষক সেমিনার



প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেসের উদ্যোগে ব্যবসা ব্যবস্থাপনায় সেলসম্যানশিপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়্লের উপাচার্য, অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন প্রাইমএশিয়ার স্কুল অব বিজনেস-এর ডিন ও সোনালী ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান৷
সেমিনারে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এ কে এম আশরাফুল হক, সহযোগী অধ্যাপক ড. শিকদার মোঃ আনোয়ারুল ইসলাম (প্রক্টর) এবং বিবিএ প্রোগ্রামের পরিচালক, সহকারী অধ্যাপক জাবেদ মান্নান৷
উক্ত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন এডভান্সড রেডিমিক্স কংক্রিট ইন্ডাস্ট্রি লিমিটেডের বিপণন এবং বিক্রয় বিষয়ক মহাব্যবস্থাপক, ওয়ালিউর রহমান৷ তিনি ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের মধ্যে বিপণন ক্ষেত্রে তার নিজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন৷ তিনি প্রেরণামূলক মনোভাব, সম্পর্ক, নৈতিক শক্তির ক্ষমতা, মৌলিক বিক্রয় প্রক্রিয়া ও ডিস্ট্রিবিউশন চ্যানেলের উপর আলোচনা করেন৷
অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম)বিভাগের বিভাগীয় প্রধান ড. এ. আর. খান, বিবিএ এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম)বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন৷