জাককানইবিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

IMG_5359

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল আমিন ও সভাপতি মো. শফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জাককানইবির উপাচার্য বলেন, ‘আমার বাবাকে ১৯৭১ সালের ২৭ নভেম্বর হত্যা করা হয়। বাবা যখন বাজারে যাচ্ছিলেন তখন তাকে রাস্তা থেকে ধরে নিয়ে হত্যা করা হয়। আমি আমার বাবার লাশটিও খুঁজে পাইনি। আমার বাবার দোষ ছিল একটাই, তিনি মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন এবং বঙ্গবন্ধুর অনুসারী ছিলেন।’

অনুষ্ঠানে স্বাগত বক্তা বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটি-২০১৮ এর সভাপতি প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, আলোচক হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর ও কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মোকারেরম হোসেন মাসুম, ছাত্র প্রতিনিধি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব বক্তব্য রাখেন।