সিআইইউতে বিজয় দিবস উদযাপিত

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতার ৪৭ বছরে সবুজের রঙে আলোকিত প্রিয় বাংলাদেশের অর্জন কম নয়। শিক্ষা, অর্থনীতি, শিল্প-বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে এসেছে ইতিবাচক পরিবর্তন।’

CIU Victory Day Photo

তিনি আরও বলেন, ‘স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের আবির্ভাব যেমন ছিল যুগান্তকারী ঘটনা, তেমনি মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত দেশকে বদলে দিতে মানুষের লড়াই করার অবিচল প্রত্যয় সত্যিই প্রশংসনীয়।’ বিবেকের বিজয় বড় বিজয় বলে এই সময় অনুষ্ঠানে মন্তব্য করেন উপাচার্য।

নগরীর জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহান বিজয় দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সূচিতে আলোচনা সভা ছাড়াও আরও ছিলো কবিতা পাঠ ও স্মৃতিচারণ। 

আলোচনা সভায় মুক্তিযুদ্ধ নিয়ে নিজেদের ভাবনার কথা জানান স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, ড. ইঞ্জিনিয়ারি রশিদ আহমেদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুনসহ আরও অনেকে।