ইবি কর্মকর্তা সমিতির মানববন্ধন

স্কেল পুনঃনির্ধারণ ও ক্যাম্পাসের দৈনিক কর্মঘন্টা পরিবর্তনসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির নেতারা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের করিডোরে মানববন্ধন করে তারা।  

IMG_7862
মানববন্ধনে উপ-রেজিস্ট্রার পদে  কর্মকর্তাদের  জন্য ৫০ হাজার ও সহকারী রেজিস্ট্রারদের জন্য ৩৫ হাজার ৫০০ টাকা বেতন স্কেল নির্ধারণ, চাকরির বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে ৬২ নির্ধারণ এবং ক্যাম্পাসের দৈনিক কর্মঘন্টা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করার জানান সমিতির নেতারা।
মানববন্ধনে ক্যাম্পাসের কর্মঘন্টা পুনঃনির্ধারণের দাবি জানিয়ে সভাপতি শামছুল ইসলাম জোহা বলেন, ‘আমাদের প্রতি অবিচার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একদিন কাজে না আসলে আমাদের শোকজ করা হয়। আমাদের গার্মেন্টস শ্রমিকের মতো ব্যাগ কাঁধে নিয়ে আসতে হয়। যেটা হাস্যকর। তাই প্রশাসনের কাছে আমাদের দাবিসমূহ বাস্তবায়নে দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর ‍বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় এই দাবিসমূহ পাশ করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করেনি। পরে ১০ ডিসেম্বর এই দাবি আদায়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেয় কর্মকর্তারা।