স্পেন ও অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তিঢাকার বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্পেনের ইউনিভার্সিদাদ ক্যাতোলিকা স্যান অ্যান্টোনিও ডি মুর্সিয়া (ইউসিএএম) এবং অস্ট্রেলিয়ার নিউ ইরা ইনস্টিটিউট-এর মধ্যে এক সমঝোতা স্মারক প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে স্বাক্ষরিত হয়েছে। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, নিউ ইরা ইনস্টিটিউটের ব্যবসা উন্নয়ন পরিচালক ড. খালেদ হাম্মাদ ও ইউনিভার্সিদাদ ক্যাতোলিকা স্যান অ্যান্টোনিও ডি মুর্সিয়া (ইউসিএএম)-এর সভাপতি জোসে লুইস মেন্ডোজা পেরেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব সায়েন্স- এর ডিন অধ্যাপক ড. এ জে এম ওমর ফারুক, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক শেখ মোহাম্মদ হাসানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন৷
এই চুক্তি অনুসারে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা স্পেন ও অস্ট্রেলিয়ার উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে সহজ শর্তে প্রোগ্রাম বিনিময় ও ডিগ্রী লাভ করতে পারবেন।