ইবিতে র‍্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দায়ে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চত করেছেন। এছাড়াও র‌্যাগিংয়ের বাস্তবিক তদন্ত করার জন্য তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারী।
জানা যায়, উক্ত বিভাগের ভুক্তভোগী তিন ছাত্রী বিভাগীয় সভাপতি বরাবর অভিযোগ করে। তাদের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় সুপারিশ মোতাবেক পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেদী হাসান, মেহেদী হাসান রোমান, সুমাইয়া খাতুন, আহমেদ জুবাইয়ের সিদ্দিকী ও মুহিদ হাসান। 
এদিকে র‌্যাগিংয়ের  ঘটনার বাস্তবিক তদন্ত করার জন্য তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিম বানুকে আহ্বায়ক করে ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাহবুবর রহমানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।