ইবিতে ‘বাংলা ভাষার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা ভাষার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

1
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আশকারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান ভিসি প্রফেসর ড. আবদুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যুগে যুগে বাংলা ভাষার উপর আক্রমণ হয়ে আসছে।  ব্রিটিশরা ২০০ বছর এই বাংলা ভাষার উপর আক্রমণ করেছে। পাকিস্তানও বাংলা ভাষার এবং বাংলাদেশের উপর নির্যাতন করেছে। বর্তমানেও আমাদের দ্বারা বাংলা ভাষা নির্যাতনের শিকার হচ্ছে। বাংলা ভাষাকে রক্ষা করার দায়িত্ব আমাদের তরুণ সমাজের।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিধদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর আরমিন খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, ইইই বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ।
সভাপতির বক্তব্যে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘বাংলা ভাষার চাহিদা ছিল নতুন একটি রাষ্ট্র। সেই চাহিদা থেকেই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা। বাংলাদেশ সৌভাগ্যবান যে বাংলার মত শ্রুতিমধুর একটি রাষ্ট্রভাষা পেয়েছে।’