কুবিতে বর্ষবরণে দুইদিনের আয়োজন

FB_IMG_1555231212546বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে নানা আয়োজনে বিশ্ববিদ্যালয়ে পালিত হয় পহেলা বৈশাখ।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. শামীমুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও কমকর্তা-কর্মচারীরা।

FB_IMG_1555231236546দিনটি উপলক্ষে দু’দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়াও সকল বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে শিক্ষার্থীরা বাঙালির নিজস্বতা প্রদর্শন করে।

তাছাড়াও পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক মেলার আয়োজন করা হয়। মেলার স্টলগুলোতে ছিল বিভিন্ন ধরনের পিঠা, পান্তা ইলিশসহ নানা ধরনের জিনিসপত্র। পাশাপাশি আয়োজন করা হয় দেশীয় খেলাধুলারও।

এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বর্ণিল সাজে সাজানো হয়েছে।FB_IMG_1555231566525