জবিতে যৌন নিপীড়নবিরোধী চিত্রকর্ম প্রদর্শনী

20190423_125409

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যৌন নিপীড়নবিরোধী চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে সাংস্কৃতিক ইউনিয়ন। মঙ্গলবার ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরের বিপরীত পাশে দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তাদের এ আয়োজন। শিল্পকর্ম বরাবরই প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিপীড়ন বন্ধে নারী-পুরুষ উভয়ের সচেতনতা প্রয়োজন।
জবি শাখা সাংস্কৃতিক ইউনিয়নের সদস্য সাবাব আলম সানি বলেন, সমগ্র বাংলাদেশে যৌন নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রচেষ্টায় শিল্পকর্মের মাধ্যমে আমরা এর প্রতিবাদ করছি। কারণ, আমরা বিশ্বাস করি যৌন হয়রানি জঘন্য, ঘৃণ্য ও অপরাধমূলক কাজ। তাই আমরা জবি শিল্পীরা একসাথে শিল্পকর্মের মাধ্যমে ধর্ষকদের সঙ্গে কী ধরনের আচরণ করা উচিত তা তুলে ধরেছি।

প্রদর্শনীতে জায়গা পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২৭ জন ও অন্যান্য বিভাগের ৫ জন শিল্পীর ৩৫টি চিত্রকর্ম, কার্টুন ও শিল্পকর্ম।