জাককানইবি শিক্ষার্থীদের চিত্রকর্ম প্রদর্শনী শেষ হচ্ছে আজ

মানুষ ও প্রকৃতির নৈকট্যই পৃথিবীকে বাঁচিয়ে রাখে। বর্তমান সময়ে ভার্চুয়াল জগৎ যখন প্রায়শই মানুষের একমাত্র চারণক্ষেত্র হয়ে উঠেছে, তখন মানুষের কাছে প্রকৃতিকে তুলে ধরতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ (আট) তরুণ তাদের রঙতুলিতে ক্যানভাসে গড়েছেন জলরঙ চিত্রের স্বর্গরাজ্য।

Wahid JKKNIU Art Exibution Pic (6)

যে আট শিল্পীর ২৪টি কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারীর প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে তারা হলেন মেহেদী হাসান অনিক, মাহমুদা আক্তার, নূপুর পোদ্দার, রাজীব মাহবুব, ইলিয়াস খান, পলাশ শেখ, সুদীপ চাকমা চাকমা ও রুপক গোলদার।

২ মে থেকে শুরু হওয়া প্রদর্শনীর শেষ দিন আজ ৭ মে। চিত্রকর্মগুলোতে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার সবুজ আঙিনার নৈসর্গিক চিত্র। পাথুরে জীবনে প্রকৃতির সুর বইয়ে দিতেই তাদের এই ‘ভার্স অ্যান্ড ভার্চুয়াল’ চিত্রপ্রদর্শনী।

নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (স্নাতকোত্তর) ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের জলরঙ এর ন্যাচার স্টাডি তাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান রাজিব মাহবুব।