কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের প্রথম রাউন্ড অনুষ্ঠিত

বিসিএসআইআর এর আওতাধীন ‘ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্‌ (ডিআরআইসিএম)-এর উদ্যোগে আয়োজিত কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের প্রথম রাউন্ড আজ ১৭ মে অনুষ্ঠিত হয়েছে। বিসিএসআইআর এর ডিআরআইসিএম অডিটোরিয়াম এবং আইএফআরডি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত এই রাউন্ডে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিনশ’র বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

60333208_2392843727615583_6523446631268876288_n
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো এ কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। দেশে কেমিক্যাল মেট্রোলজি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মানুষের জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নে কেমিক্যাল মেট্রোলজির অবদান সম্পর্কে দেশের তরুণ প্রজন্মকে অবহিত করা এবং এ বিষয়ে আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই এই কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের আয়োজন করা হয়। অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবসে। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগীরা চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণ করবে যার ফলাফল প্রকাশ করা হবে ১০ জুন।