দীর্ঘ ছুটি শেষে জবি খুলছে রবিবার

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়দীর্ঘ ৩৫ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (২৩ জুন) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী ওহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ১৯ মে থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ এবং ২ জুন হতে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতর বন্ধ ছিল।

এদিকে, দীর্ঘ ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসগুলোতে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের সমাগমে আবারও মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস।

উল্লেখ্য, ক্যাম্পাস খোলার দিন থেকে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতরসমূহ যথারীতি চালু থাকবে। ২০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা হলেও পরবর্তী দুইদিন শুক্র-শনিবার থাকায় ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে ২৩ জুন।