দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়দীর্ঘ ৪৮ দিনের লম্বা ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলেছে আজ। ছুটি শেষে প্রথম দিনেই শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দেবদারু ঘেরা সবুজ ক্যাম্পাসে। এর আগে রবিবার আবাসিক হল খুলে দেওয়ায় ওই দিনই সকাল থেকে ফিরতে শুরু করে আবাসিক শিক্ষার্থীরা। তবে ক্লাস না থাকায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের আনাগোনা তেমনটা ছিল না।

সোমবার আক্ষরিক অর্থে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে তা ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। ফলে শিক্ষার্থীরা মেতে উঠে গল্প, গান, আড্ডায়। এতে মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস প্রাঙ্গন। বিশ্বকাপ ক্রিকেট ও কোপা আমেরিকা আড্ডায় যোগ করেছে নতুন মাত্রা। শিক্ষার্থীদের এ উৎসব মুখর পদচারণায় যেন চিরচেনা রূপ ফিরে এসেছে মতিহারের সবুজ চত্ত্বরে। 

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, রোববার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দল বেঁধে আড্ডায় মেতেছে শিক্ষার্থীরা। আড্ডাস্থলগুলো টইটুম্বর না হলেও বেশ জমে ওঠেছে। টুকিটাকি চত্ত্বর, সাগর ক্যান্টিন, পরিবহন মার্কেট এলাকা, শহীদ মিনার চত্ত্বর, পুরোনো ফোকলোর মাঠ, সাবাশ বাংলাদেশ মাঠ, মিডিয়া চত্ত্বর, আমতলা, চারুকলা অনুষদ প্রাঙ্গণসহ বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে উঠেছেন। যেন টানা ৪৮ দিনের ছুটিতে জমিয়ে রাখা কথার ঝুলি নিয়ে বসেছেন তারা।

এদিকে দীর্ঘ দিন বন্ধ থাকায় ক্যাম্পাস খোলা হওয়ায় কাজের চাপ বেড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতরগুলোতে। সব মিলিয়ে চিরচেনা ব্যস্ততা মুখর হয়ে উঠেছে উত্তরবঙ্গে অন্যতম এ বিদ্যাপীঠ।

প্রসঙ্গত, গত ৫ মে থেকে পবিত্র মাহে রমজান (শবে কদর, ঈদুল ফিতর), গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৪৮ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল রাবিতে।