রাবিতে স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি

সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ইকুয়্যাল রাইটস অরগানাইজেশনের (ইআরও) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজ কিরণ দাস ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী এ্যাডেলিনা সরকার সাধারণ সম্পাদক মনোনীত হয় করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
শনিবার (২০ জুলাই) দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কক্ষে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন ফোকলোর বিভাগের শিক্ষক ও সংগঠনটির উপদেষ্টা আমিরুল ইসলাম কনক।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন অনুপ সূত্রধর (সহ-সভাপতি), রনি দেবনাথ (সহ-সাধারণ সম্পাদক), রিপন চন্দ্র হালদার (সহ-সাধারণ সম্পাদক), অর্থ সম্পাদক ক্যনুঅং মারমা, মানবাধিকার সম্পাদক সুকমল চাকমা, নারী সম্পাদক সিমন্তিনী সম্পা, শিক্ষা সম্পাদক সুইট বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৌশিক বর্মণ, জনসংযোগ সম্পাদক আশিস সূত্রধর। এ ছাড়াও ১৪ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে।
এর আগে সকালে সংগঠনটি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন কামার ইসরাত।