হাবিপ্রবিতে নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সদ্য নিয়োগপ্রাপ্ত অফিসারদের জন্য ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আজ (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইটি কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর  ড. বিকাশ চন্দ্র সরকার, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

received_392425841406129

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর  ড. মু. আবুল কাসেম বলেন, ‘প্রশিক্ষণ একজন মানুষকে দক্ষ করে। তাই দক্ষতা অর্জনে এর বিকল্প নেই। প্রশাসনিক কাজের গতি কর্মকর্তাদের উপর নির্ভর করে। তাই আপনাদেরকে নিজ নিজ দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে।’
অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।