জাতীয় শোক দিবস উপলক্ষে জবিতে আলোচনা সভা

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জবি শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

2019-08-29-A-JnU-TA-P-1
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাষ্ট্রবিহীন পৃথিবী অকল্পনীয়। বাংলাদেশ নামক এই রাষ্ট্রের স্রষ্টা হচ্ছেন বঙ্গবন্ধু। আধুনিক স্বাধীন রাষ্ট্র বঙ্গবন্ধুর চিন্তার ও তার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের সংগ্রামের ফসল।’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.দীপিকা রানী সরকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.নূর মোহাম্মদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক সেলিম ভুইঁয়া, নীল দলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, প্রক্টর ড.মোস্তফা কামালসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।