ড. অরুণ কুমার বসাক জবির সমাবর্তন বক্তা

69318076_2539549596282675_869461789148971008_nজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিবেন প্রফেসর এমিরিটাস ড. অরুণ কুমার বসাক। রবিবার উপাচার্যের সম্মেলন কক্ষে সমাবর্তন অনুষ্ঠানের নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সমাবর্তন বক্তা বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ড. অরুণ কুমার বসাক বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরিটাস প্রফেসর। তিনি ১৯৭৫ সালে লন্ডনের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনইস ইউনিভার্সিটিতে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, কয়েক দফা পেছানোর পর জবির প্রথম সমাবর্তন অনুষ্ঠান আগামী বছর ১১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুরান ঢাকার ধূপখোলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে সমাবর্তন ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।