শাবিতে চলছে তিন দিনব্যাপী ‘সম্যক ইন্ট্রো’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের (২৭ তম ব্যাচ) শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিজেদের পরিচিতিমূলক প্রোগ্রাম ‘সম্যক ইন্ট্রো’১৬ শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে কেক কাটা, টি-শার্ট উন্মোচন, র‌্যালি, ফানুস উড়ানো, সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট।

intro`16 (1)
আয়োজনের ১ম দিন বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ। এসময় বিভিন্ন বিভাগের ২০১৬-১৭ সেশনের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়র হ্যান্ডবল গ্রাউন্ডে সন্ধ্যা ৭টায় ফানুস ওড়ানো হয়। ‘সম্যক ইন্ট্রো’১৬ এর আহ্বায়ক অঙ্কন পাল জানান, তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিন আজ সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থিত ট্রেন্টে টি-শার্ট উন্মোচন করা হয়। পরে সকলের উপস্থিতিতে ক্যাম্পাসের গোলচত্ত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্যাচের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তৃতীয় দিন বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে গান পরিবেশন করবেন ‘ব্যান্ড ম্যাকানিক্স’, বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড রিম ও নোঙর এবং ২০১৬-১৭ সেশনের (২৭ তম ব্যাচ) শিক্ষার্থীদের নিজেদের ব্যান্ড ‘সম্যক।’ এ কনসার্ট সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করেছেন। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন অঙ্কন। শাবি