জবির প্রথম সমাবর্তনের লোগো ডিজাইনের আহবান




জগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন উপলক্ষে লোগো ডিজাইন আহবান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধুমাত্র জবির শিক্ষক এবং শিক্ষার্থীরাই প্রথম সমাবর্তনের জন্য ‘সমাবর্তন লোগো’ ডিজাইন করে জমা দিতে পারবে।


বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) এর মধ্যে লোগো ডিজাইন জমা দিতে হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫-৭ ইঞ্চি সাইজে সমাবর্তন লোগো ডিজাইন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ববারার হার্ড/সফট কপিতে (Email : registrar@jnu.ac.bd ) অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠানোর অনুরোধ করা হলো। নিবার্চিত লোগো ডিজাইনের জন্য যথাযথ স্বীকৃতি ও সম্মানী প্রদান করা হবে।
প্রসঙ্গত, কয়েকদফা পেছানোর পর জবির প্রথম সমাবর্তন অনুষ্ঠান আগামীবছর ১১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবর্তন বক্তব্য দিবেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ড. অরুণ কুমার বসাক। পুরান ঢাকার ধূপখোলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে সমাবর্তন ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।