ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ অক্টোবর থেকে ছায়া জাতিসংঘ সম্মেলন

Copy of best oneবাংলাদেশের মডেল ইউএন কমিউনিটির অন্যতম প্রতিক্ষিত শিক্ষার্থী সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ ২০১৯ শুরু হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর থেকে। প্রতিবারের মতো অনুষ্ঠানটি আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন (ডিউমুনা)। সম্মেলনটির এ বছরের মূল প্রতিপাদ্য হলো ‘বাণিজ্য বিকাশকে শক্তিশালী করে বৈশ্বিক বৈষম্য হ্রাস করা’।

ডিউমুনা ২০১২ সাল থেকে নিয়মিত এই ছাত্র সম্মেলনের আয়োজন করে আসছে যাকে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সম্মেলন গুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ডানমানে দেশ-বিদেশের নানান স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। প্রতিবছর ভারত, নেপাল, লেবানন, নাইজেরিয়া, রাশিয়াসহ অন্যান্য দেশ থেকে শিক্ষার্থীরা ডানমানে অংশগ্রহণ করতে আসে। এছাড়া বাংলাদেশের এবং জাতিসংঘের বাংলাদেশ শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

এ বছর ১২ই অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মো. আখতারুজ্জামান, জাতিসংঘের কো-অর্ডিনেটর মিয়া সেপ্পো। ১৪ অক্টোবর সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী মো. আবদুল মান্নান ও ডিউমুনার মডারেটর প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।    

এ বছর এই সম্মেলনে থাকছে ১১টি কমিটি। এর মধ্যে থাকছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা, অর্থনৈতিক এবং আর্থিক সংস্থা,বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি,বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন, নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সুরক্ষা কমিটি, জাতিসংঘের শিক্ষামূলক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা, আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা,  ইন্টারন্যাশনাল প্রেসসহ অন্যান্য।