বিনাসার নতুন কমিটি গঠিত

দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষিগবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির (বিনাসা) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে উদ্ভিদ প্রজনন বিভাগের ড. আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি বিভাগের ড. হারুন-অর-রশিদ নির্বাচিত হন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৫টায় বিনাসা নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেনসহ-সভাপতি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ড. আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের রাশিদুল হক, কোষাধ্যক্ষ মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ড.০ হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের ইমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের সাইফুল ইসলাম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের আব্দুর রউফ। এছাড়াও সদস্য হিসেবে কৃষি প্রকৌশল বিভাগের আকতারুল ইসলাম, ক্রপ ফিজিওলজি বিভাগের ড. মাহবুবা খাতুন, জামালপুর উপকেন্দ্রের শামীম আকরাম, মাগুরা উপকেন্দ্রের সুশান চৌহান ও কৃষিতত্ত্ব বিভাগের হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।