আবরার হত্যার বিচার চেয়ে কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার সাধারণ শিক্ষার্থীরা। তারা জড়ো হয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

received_2566134826784994
আজ (মঙ্গলবার) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিল্লার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবরার হত্যার ঘটনায় বুয়েট প্রশাসনের ভূমিকায় হতাশা ব্যক্ত করে বলেন, ‘বুয়েট প্রশাসন আবরার হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের আড়ালের চেষ্টা করছে। আমরা এর নিন্দা জানাই।’
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। পাশাপাশি সময় তারা সমাজের সর্বস্তরের মানুষকে সব ধরণের অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসার আহ্বানও করেন।
প্রসঙ্গত, রবিবার দিবাগত রাতে  বুয়েটের শেরে বাংলা হল থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।