বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত

বরিশাল বিশ্ববিদ্যালয়বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অনার্স প্রথম বর্ষের ১৯ ও ২০ অক্টোবরের ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার বিকালে ববির প্রথম বর্ষ স্মাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০১৯-২০ কোর কমিটির সদস্য প্রফেসর ড. মুহসিন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ড. মুহসিন উদ্দিন জানান, ভিসি ও ট্রেজারারের অনুপস্থিতিতে এ বিষয়ে একটি সভা আহ্বান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিট কমিটির শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল আর্থিক লেনদেনের ক্ষমতা শুধু ভিসির রয়েছে। কিন্তু বর্তমানে ভিসি ও ট্রেজারার একজনও বিশ্ববিদ্যালয়ে কর্মরত নেই। ২৭ মে ভিসি ড. প্রফেসর এস.এম ইমামুল হকের শেষ কর্ম দিবস ছিল। আর ট্রেজারার ড. প্রফেসর এ.কে.এম মাহাবুব হাসানের শেষ কর্ম দিবস ছিল ৭ অক্টোবর। ওই দুই পদে কোনও নিয়োগ না হওয়ায় আর্থিক লেনদেন ক্ষমতা সম্পন্ন কোনও কর্তৃপক্ষ না থাকায় ১৯ ও ২০ অক্টোবরের ভর্তি পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়।