রাবি ছাত্রকে মারধরের ঘটনায় কনস্টেবল প্রত্যাহার





রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ও শাখা ছাত্রলীগের কর্মী হুমায়ন কবির নাহিদকে মারধরের ঘটনায় মো. নাদিম নামের এক পুলিশ কনস্টবলকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি বলেন, ‘রাতেই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাকে মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলের কাগজপত্র দেখানোকে কেন্দ্র করে নাহিদকে মারধর করে থানা নিয়ে যান কনস্টেবল মো.নাদিম। মারধরের বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা বিনোদপুর গেটে জড়ো হয়ে সেখানে দায়িত্বরত অন্য পুলিশদের আটক করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নাহিদকে থানা থেকে ঘটনাস্থলে আনা হয়। পরে পুলিশের সহকারী কমিশনার মাসুদ রানা এ ঘটনার জন্য ক্ষমা চান। তিন দিনের মধ্যে জড়িত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।