যবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল ঘোষণা

 

20191124_124554যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

উপাচার্য জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ছয়টি ইউনিটের ৯১০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ১৮২ জন আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৩০ হাজার ১৪১ জন। উপস্থিতির হার ৬৯.৮০ শতাংশ। গতবার এ হার ছিল ৭২.১২ শতাংশ। দেশব্যাপী যানবাহন ধর্মঘটের কারণে এবার উপস্থিতির হার কম হয়।

উপাচার্য বলেন, ‘৯১০ জন ছাড়াও মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ গোষ্ঠী, প্রতিবন্ধী, যবিপ্রবিতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সন্তানদের কোটা থাকবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের চয়েস ফর্ম আজ থেকেই পূরণ করতে পারবে।’