ডিন’স অ্যাওয়ার্ড পেলেন শাবির ৪ শিক্ষক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

Dean award news sust
একটি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড পেয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিরিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগ অধ্যাপক ড. আবু ইউসুফ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান।
অনুষ্ঠান শেষে ‘জার্নাল অব ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এডুকেশন’ এর মোড়ক উন্মোচন করা হয়।এসময় অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদেও ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং অনুষ্ঠানের আহ্বায়ক সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ।
উল্লেখ্য, অনুষদের শিক্ষকদের গবেষণা কাজে উৎসাহিত করার জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ শিরোনামে চারটি ক্যাটাগরিতে ২০১৮ সালে প্রকাশিত ৪টি প্রবন্ধের চারজন শিক্ষককে এই পুরস্কার প্রদান করা হয়।