ডুয়েটে টেক্সটাইল পণ্যের বিপণন বিষয়ক সেমিনার

received_466734187577804ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ডুয়েট টেক্সটাইল ক্যারিয়ার ও রিসার্চ ক্লাবের উদ্যোগে ‘কনজাম্পশন, কস্টিং অ্যান্ড প্রাইস নেগোসিয়েশন’ শীর্ষক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রধান প্রফেসর ড. আব্দুস সাহিদের সভাপতিত্বে পুরাতন অ্যাকাডেমিক ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন। সেমিনারে প্রধান বক্তা ছিলেন কোডস ক্লথিংয়ের  সিইও ইঞ্জিনিয়ার তুষার কুমার পাল।

এ সময় প্রধান বক্তা তার বক্তব্যে  শিক্ষার্থীদের উদ্দেশ্যে গার্মেন্টস কনজাম্পশন, কস্টিং ও প্রাইজ নেগোসিয়েশন এর লাভজনক পদ্ধতি এবং পাশাপাশি ক্যারিয়ার ও শিক্ষাজীবনের সমন্বয় করার জন্য নানান দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তাছাড়া তিনি চাকরি বাজারে যোগ্যতার অন্যতম বিষয় দ্রুত কার্যকরি সিদ্ধান্ত গ্রহণে করণীয় নিয়ে আলোচনা করেন।

এরপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হান্নান এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উল্লেখ্য, ডুয়েট টেক্সটাইল ক্যারিয়ার ও রিসার্চ ক্লাব সাফল্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ণে, গবেষণায় মনোনিবেশে এবং উদ্যোক্তা হওয়ায় উদ্বুদ্ধ করে যাচ্ছে। এর আগে ক্লাবটি টেক্সনিভাল-২০১৯ নামে টেক্সটাইল অলিম্পিয়াড এবং সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা সাফল্যের সাথে আয়োজন করে।