ইউডায় ভর্তিতে অভিবাবকদের আয়ের ওপর নির্ধারিত হবে টিউশন ফি

Admission fair 2020 1aইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) উইন্টার সেশনে ভর্তি মেলার আয়োজন করেছে। ৭ দিনব্যাপী (০১ জানুয়ারি থেকে ০৭ জানুয়ারি) এ মেলায় অনার্স ও মাস্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পাচ্ছে পরিবারের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণের সুযোগ। এছাড়া ভর্তি ফি-তে অনার্স প্রোগ্রামে ৫ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড়, এসএসসি ও এইচএসসি দুটোতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী পাবে টিউশন ফি এর ওপর ১ লাখ টাকা বৃত্তি, যে কোনো একটিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী পাবে ৫০ হাজার টাকা বৃত্তি।

এছাড়াও সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধা কোটায় এবং প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলের মেধাবী অথচ দরিদ্র কোটায় বিনা বেতনে অধ্যায়নের সুযোগ। থাকছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মাসিক টিউশন ফি এর উপর ১৫ শতাংশ বৃত্তি সুবিধা, মেয়ে শিক্ষার্থীদের জন্য ১০শতাংশ বৃত্তি সুবিধা। আদিবাসী/নৃ-গোষ্ঠী সন্তানদের জন্য মাসিক টিউশন ফি এর উপর ১৫ শতাংশ ওয়েভার।

মাস্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৩০০০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। সেই সঙ্গে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ এবং স্নাতকে ৩.৭৫ পাওয়া শিক্ষার্থীরা পাবে মোট টিউশন ফি এর উপর ২৪০০০ টাকা বৃত্তি। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ এবং স্নাতক শ্রেণিতে সিজিপিএ ৩.৫ এর উপরে প্রাপ্ত শিক্ষার্থীরা পাবে মোট টিউশন ফি এর উপর ১২ হাজার টাকা বৃত্তি।

এছাড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সন্তানদের জন্য মাসিক টিউশন ফি এর উপর ১৫ শতাংশ ওয়েভার সুবিধা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকছে মাসিক টিউশন ফি এর উপর ১৫ শতাংশ বৃত্তি সুবিধা, মেয়ে শিক্ষার্থীদের জন্য ১০শতাংশ বৃত্তি সুবিধা।

 ১ জানুয়ারি থেকে ইউডার প্রকৌশল অনুষদ ভবনে মেলার উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ। রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফফাত কায়েস চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়্যারমান, শিক্ষক, কর্মকর্তা ও ইউডার ছাত্রসংসদ প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ। 

ভর্তি মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউডার উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ বলেন, আমরা নানা দিক থেকে অদম্য মেধাবী অথচ গরীব এমন শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা এ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।