ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ ও মানববন্ধন

khaleda hall 2ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১২টার দিকে এ বিক্ষোভ মানববন্ধন করেন বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থীরা।

মানববন্ধনে অভিযুক্ত ধর্ষককে অনতিবিলম্বে বিচারের আওতায় আনার পাশাপাশি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান তারা। এসময় মানবন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণ সক্রান্ত আইন থাকলেও তা যথাযথভাবে কার্যকর না থাকায় আজ প্রতিনিয়ত আমাদের মা-বোনদেরকে এ ধরণের জঘন্য ও ঘৃণ্যতম পরিস্থিতির শিকার হতে হচ্ছে।

তারা বলেন, ঢাবির এক ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে এ ধরণের ঘটনা আমরা আর কখনও দেখতে চাই না। এ জন্য ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পাশাপাশি তা কার্যকরের দাবি জানাচ্ছি।

এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ র‍্যালি করেন খালেদা জিয়া হলের শিক্ষার্থীরা। হলের সামনে থেকে সকাল সাড়ে ১১টার দিকে এ র‍্যালি বের করেন তারা।

র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে গিয়ে শেষ হয়। এসময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডলসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।