শাবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ২৮ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি অফির্সাস এসোসিয়েশনের নির্বাচন আগামী ২৮ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনেও ১১টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দুইটি প্যানেল থেকে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে আওয়ামীলীগপন্থী ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’ থেকে ‘জয়নাল-উজ্জল প্যানেল’ ও বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের মধ্য থেকে ‘মুর্শেদ-সায়েম প্যানেল’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. মোহাম্মদ তানজীম শামস্ ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার আবু সিনা হাসান মুসান্না জামী। 

প্রধান নির্বাচন কমিশনার এ এফ এম সালাউদ্দিন বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১ পদের বিপরীতে দুই প্যানেল থেকে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪৩ জন।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের চেষ্টা করছি। সেভাবেই আমাদের সকল প্রস্তুতি চলছে। আমরা চাই সুন্দরভাবে নির্বাচনটি সম্পন্ন হোক। এসময় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ সকলের সহযোগিতার কামনা করেন তিনি।