নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকদের ক্লাস বর্জন

IMG_20191004_231733নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ ক্লাস টেস্ট পরীক্ষায় শিক্ষকের সঙ্গে এক শিক্ষার্থী দুর্ব্যবহারের করে। অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৯ জানুয়ারি) থেকে সব ধরনের ক্লাস,পরীক্ষা বর্জন করেন বিভাগের শিক্ষকবৃন্দ।

এই বিষয়ে জানতে চাইলে ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড.মাহবুবুর রহমান বলেন, শিক্ষকদের সম্মান করা শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য। সেখানে এমবিএর একজন শিক্ষার্থী কিভাবে একজন শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে তা বোধগম্য নয়। আমাদের সহকর্মীর সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দৃষ্টান্তমূলক বিচার না করা পর্যন্ত সব ধরনের ক্লাস,পরীক্ষা বর্জন করলাম।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, অভিযুক্ত  শিক্ষার্থীকে আমরা সাময়িক বহিষ্কার করেছি। ঘটনার তদন্ত করে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দিব।