জাবি শিক্ষকদের ত্রাণ বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষকের সহযোগিতায় ক্যাম্পাস ও আশেপাশের দিনমজুর ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামগনর, গেরুয়া ও আমবাগান এলাকার দিনমজুরদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে তিনটি গ্রামের প্রায় ১২০ জনের মাঝে ১০০০ কেজি চাল, ডাল, সাবান ও ১০০ টাকার একটি কুপন দেওয়া হয়।

ju..photo
এ ব্যাপারে জানতে চাইলে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্যাম্পাসের আশেপাশের দিনমজুররা অনেক কষ্টে দিনাতিপাত করছেন।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে চলাচল করতে গেলে আমরা তাদের ওপরই নির্ভরশীল। তাদের রিকশায় বা ভ্যানেই আমরা ক্যাম্পাসে যাতায়াত করি, তারাই আমাদের খাবার পরিবেশন করে। তাদের এই ক্রান্তিকালে আমাদের উচিৎ তাদের পাশে দাঁড়ানো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও সমিতি যেন তাদের সাহায্যে এগিয়ে আসে এমনটাই প্রত্যাশা করি।’
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১৬ মার্চ সিন্ডিকেটের এক জরুরি সভায় ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। পরে ২৫ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।