প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাস মোকাবিলায় গঠিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ লক্ষ টাকা প্রদান করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সভাপতি ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির উপদেষ্টা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমান ও ফাইন্যান্স কমিটির সদস্য ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা, বাঁশগ্রাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মছলেহ উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ছিদ্দিক উল্যাহ। 

এ বিষয়ে ফাইন্যান্স কমিটির সভাপতি অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ সহায়তার আহ্বান জানিয়েছেন। এরই প্রেক্ষিতে ফাইন্যান্স কমিটি বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদিত হবে। আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।’

উল্লেখ্য,­ বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদিত হবে।