জাবি ক্যাম্পাসের শ্রমজীবী মানুষের পাশে ছাত্র ইউনিয়ন

করোনা সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্রমজীবী মানুষের সহযোগিতায় ছাত্র ইউনিয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের উদ্যেগে ক্যাম্পাসের  দোকানদার, রিকশাওয়ালা এবং কর্মচারীদের অর্থ সাহায্য দেয়া হয়েছে। পাশাপাশি গণস্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় ও ছাত্র ইউনিয়নের ব্যবস্থাপনায় ক্যাম্পাসের ২০ জন দোকানদার, রিকশাওয়ালা এবং কর্মচারীকে ২৭ কেজি সমপরিমাণ খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। 

received_3274491642584949

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের জরুরি ত্রাণ কার্যক্রমের সমম্বয়ক ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক তাসবিবুল গণি নিলয় বলেন, ‘এ পর্যন্ত আমরা ১০ জন শ্রমজীবীকে আমাদের বিভিন্ন সুহৃদের সহযোগিতায় ছাত্র ইউনিয়নের মাধ্যমে নগদ অর্থ উপহার দিয়েছি। সংকটকালীন সময়ে শ্রমজীবীদের জন্য আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, করোনাকালীন সংকট দীর্ঘায়িত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চা-নাস্তা ও খাবারের দোকানি, রিকশাওয়ালাসহ শ্রমজীবী মানুষের সাহায্যার্থে ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ জরুরি সহায়তা কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমে সহযোগিতা করতে বিকাশ ০১৬৮০ ৭৪৯৩৬৩ (পারসোনাল) ও রকেট-০১৭৮৩ ০৯৫৫৯৪২ নাম্বারে অর্থ সাহায্য পাঠানো যাবে।