অসচ্ছল শিক্ষার্থীদের পাশে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

এবারের ঈদ অন্য বছরের ঈদের তুলনায় আলাদা। কারণ করোনারভাইরাস আতঙ্কে কাটছে দিন। এ দুর্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সংগঠন বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)।

received_291861745182927

করোনা এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার হিসেবে আর্থিক সাহায্য প্রদান করেছে সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান  আন্তর্জাতিক সর্ম্পক, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স, লাইস্টক সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীদের মাঝে এই উপহার প্রদান করা হয়।  

এ বিষয়ে সমিতির সভাপতি শামস্ জেবিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। দেশের এই সংকটের সময়ে আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তাদের পাশে থাকার চেষ্টা করবো।’

এ প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা সবসময় লক্ষ্য রাখি আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী সমস্যায় জর্জরিত কিনা, তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রয়াস। ভবিষ্যতে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তাদের পাশে থাকবো।’